You have reached your daily news limit

Please log in to continue


ক্যাটরিনার একলা ‘হানিমুন’

ভিকি কৌশলের সঙ্গে তোলা বিয়ের ছবিটাই এখনো ক্যাটরিনা কাইফের ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার। বিয়ের পরই মেহেদির ছবি প্রকাশ করতে ব্যকগ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছিলেন সমুদ্র। জেটপ্লেনে করে বিয়ের পরদিনই কোথায় উড়াল দিয়েছিলেন, সে খবর আজও জানা যায়নি। শোনা গিয়েছিল, ক্যাটরিনা বা ভিকি কারোরই নাকি শুটিংয়ের চাপে হানিমুনে যাওয়ার সময় নেই। এর মধ্যেই মালদ্বীপে চলে গেছেন ক্যাটরিনা। হানিমুনে গিয়ে একের পর এক ‘সিঙ্গেল’ ছবি দিচ্ছেন ক্যাটরিনা। মন্তব্যের ঘরে একদল জিজ্ঞেস করছেন, ‘ভিকি কোথায়?’ অন্যদিকে সালমানভক্তরা মন্তব্য করছেন, ‘বেইমান প্রেমিকা।’ এই দুইয়ের মধ্যেই যে দারুণ কাটছে ক্যাটরিনার হানিমুন, তা আর বলতে!

মালদ্বীপে গিয়ে ক্যাটরিনা জানান দিয়েছেন এই ছবি পোস্ট করে। ম্যাচ করা বিকিনি আর শার্টে সমুদ্রপাড়ে তোলা ক্যাটরিনার এই ছবি রীতিমতো ভাইরাল।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

বাঁ হাতের অনামিকায় দেখা যাচ্ছে আংটি আর নুড মেকআপ। সমুদ্রের নীলকে ব্যাকগ্রাউন্ডে রেখে হাস্যোজ্জ্বল চনমনে ক্যাটরিনা।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন