![](https://media.priyo.com/img/500x/https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/01/25/woman_sells_eggs_for_loan_1642517890112_1642517901152.jpg?itok=byDewS75×tamp=1643119737)
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা চালাতে কোটি টাকা ঋণ, ডিম্বাণু বেচে ঋণ শোধ করছেন তরুণী
www.tbsnews.net
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ২০:২৪
ঘটনাটি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, পড়াশোনা এখন রীতিমতো বিলাসিতার জিনিস। বাংলাদেশি মুদ্রার হিসাবে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিতে হয়েছে এই তরুণীকে।
বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ কত হতে পারে? বিখ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেই বা কত পৌঁছাতে পারে পড়ার খরচ? কী ভাবছেন? কয়েক লক্ষ? না, তার চেয়ে অনেকটাই বেশি। বাংলাদেশি মুদ্রার হিসাবে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।
পড়ার খরচ চালাতে গিয়েই এই পরিমাণ অর্থ ধার করতে হয়েছে এক তরুণীকে। পড়া শেষে চাকরিও পাননি। ফলে নিজের ডিম্বাণু বিক্রি করে ধার শোধ করতে হচ্ছে তাকে।