কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৬ মাসে কাস্টমসের রাজস্বে প্রবৃদ্ধি ২২.৪৪%

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ১৭:৫৬

মহামারীর মধ্যেও চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আমদানি-রপ্তানি খাত থেকে রাজস্ব আদায়ে ২২ দশমিক ৪৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।


আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়ে তিনি বলেন, “আমাদের পুরো বছরের টার্গেট হল ৯৬ হাজার কোটি টাকা, সেখানে ডিসেম্বর পর্যন্ত ৪১ হাজার ১৯৪ কোটি টাকা আমাদের কাস্টমস খাত থেকে রাজস্ব আদায় হয়েছে।


”যেটি গত বছরের (প্রথম ছয় মাস) তুলনায় ২২ দশমিক ৪৪ শতাংশ প্রবৃদ্ধিতে আছে। আমরা আশা করছি, বছর শেষে কাস্টমসের ৯৬ হাজার কোটি টাকার যে লক্ষ্যমাত্রা, সেটা আমরা পূরণ করতে পারব।“


এনবিআরের হিসাব অনুযায়ী, গত ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে কাস্টমস রাজস্ব আদায় করেছিল ৩৩ হাজার ৬৪৩ কোটি টাকা; যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭৭ শতাংশ বেশি ছিল।


২০২০-২১ অর্থবছরে কাস্টমসের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় ২৩-২৪ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা গত দুই বছর দেখেছি, আমাদের কাস্টমস সেক্টরের গ্রোথ ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও