সংসদে শিল্পী পেশার স্বীকৃতি চাইলেন সুবর্ণা মুস্তাফা

কালের কণ্ঠ জাতীয় সংসদ ভবন প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ১৬:৫০

জাতীয় সংসদে দাঁড়িয়ে শিল্পীর পেশাকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। রবিবার সংসদে নির্ধারিত সময়ের বক্তব্যে চলচ্চিত্র, সংগীত, টিভি নাটক ও মঞ্চনাটকের শিল্পীদের সামাজিক প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন তিনি।


সুবর্ণা মুস্তাফা বলেন, ‌‘ভাষা আন্দোলন থেকে শুরু করে গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ—সব আন্দোলনেই শিল্পীরা ছিলেন সামনের সারিতে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, চরমপত্র প্রকাশ, ট্রাকে চড়ে ক্যাম্প থেকে ক্যাম্পে শিল্পীরা ছুটে গিয়েছেন মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতে।


শরণার্থী শিবিরে নিয়েছেন সেবকের ভূমিকা। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে দিনের পর দিন রাজপথে কেটেছে এইসব শিল্পীর। গত জাতীয় নির্বাচনে আমাদের শিল্পীসমাজের ভূমিকা প্রশংসারও ঊর্ধ্বে। এত গৌরবগাথার মধ্যে একটি বিষাদের ছায়া থেকেই যাচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্য, শিল্পী আমাদের দেশে এখনো কোনো স্বীকৃত পেশা নয়। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও