![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/01/25/coxbazar-murder-250122-01.jpg/ALTERNATES/w640/coxbazar-murder-250122-01.jpg)
‘টাকা দেওয়ার কথা বলে স্ত্রীকে হত্যা’
কক্সবাজারে এক নারীকে টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে।
পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার সকালে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নুইন্ন্যামুইন্ন্যা ব্রিজ সংলগ্ন এলাকার একটি বিল থেকে মোহছেনা আক্তার (৩৭) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেন তারা।
মোহছেনা চকরিয়ার কোনাখালী এলাকার মোহাম্মদ রিদুয়ান সিকদার ওরফে হৃদয়ের স্ত্রী ছিলেন।
মোহছেনার প্রথম ঘরের ছেলে আরিফের বরাতে ওসি জানান, দেড় বছর আগে মোহছেনার প্রথম স্বামী মোহাম্মদ তৈয়ব মালয়েশিয়ায় মারা যান। এরপর ওই নারী রিদুয়ানকে বিয়ে করেন।
সোমবার দুপুরে মোহছেনাকে টাকা দেওয়ার কথা বলে কক্সবাজার শহর থেকে চকরিয়ায় ডেকে নিয়ে যান রিদুয়ান। এরপর রাতে তিনি আর বাসায় ফেরেনি।