নারীর জন্য জামাতে নামাজ পড়া কি নিষিদ্ধ?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ১৫:০৫
জামাতে নামাজ পড়ার ফজিরত অনেক বেশি। কিন্তু নারীরা মসজিদে গিয়ে নামাজ পড়তে না পারে না। জামাতে নামাজ পড়তে না পারার কারণে তারা সওয়াব থেকেও বঞ্চিত। নারীদের জামাত নামাজ প্রসঙ্গে ইসলামের দিকনির্দেশনা কী? নারীর জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া কি নিষিদ্ধ?
‘না’, নারীর জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া নিষিদ্ধ নয়। বরং নারীরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে। এ মর্মে হাদিসের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। কিন্তু নারীর জন্য সব সময় পর্দা পালন এবং নিরাপত্তার বিষয়টি জড়িত। নারীর মসজিদে যাওয়া প্রসঙ্গে হাদিসে এসেছে-
হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যদি নারীরা তোমাদের কাছে মসজিদে যাওয়ার অনুমতি চায়, তাহলে তোমরা তাদেরকে (মসজিদে যাওয়ার) অনুমতি দিয়ে দাও।’ (বুখারি ও মুসলিম)
- ট্যাগ:
- ইসলাম
- নারী
- মসজিদে নামাজ