কেন বুরকিনা ফাসোর নাগরিকরা প্রেসিডেন্টের প্রতি অসন্তুষ্ট?

জাগো নিউজ ২৪ বুরকিনা ফাসো প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ১৩:৫১

এবার পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় সেনা অভুত্থানের ঘটনা ঘটলো। স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর সাংগুলে লামিজানা সেনানিবাসে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর জানা যায়, বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক কাবোরেকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। তবে তাকে কোথায় রাখা হয়েছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। ২০১৫ সালেও সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল দেশটিতে।


সন্ত্রাসী হামলা দমনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে কয়েক মাস ধরে বিক্ষোভ চলে বুরকিনা ফাসোয়। এর পরপরই সামরিক বাহিনীর হাতে আটক হলেন দেশটির প্রেসিডেন্ট। সেনা ব্যারাকে গোলাগুলি ও প্রেসিডেন্ট আটক হওয়ার পর বুরকিনা ফাসো সরকারের জারি করা কারফিউ অমান্য করে হাজার হাজার মানুষ বিদ্রোহী সৈন্যদের সমর্থনে রাজপথে নেমে আসেন। ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও