ইউটিউব দেখে আনার চাষ করে সফল কলেজছাত্র

বাংলা ট্রিবিউন পাকুন্দিয়া প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ০৯:১৬

আনার চাষ করে সফলতা পেয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কলেজছাত্র মো. ফয়সাল। ইউটিউব দেখে ও স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় পতিত জমিতে আনার চাষ করেন তিনি। প্রথম বছরে বেশি লাভ না হলেও আগামী বছর ১০ লাখ টাকা লাভের আশা করছেন। তার সফলতা দেখে এলাকার অনেকেই আনার চাষের আগ্রহ প্রকাশ করেছেন।


পাকুন্দিয়া উপজেলার ষাইটকাহন গ্রামের বাসিন্দা ফয়সাল পাকুন্দিয়া ডিগ্রি কলেজে পড়াশোনা করেন। ইউটিউব দেখে তার আগ্রহ জাগে আনার চাষের।


স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় চুয়াডাঙ্গা থেকে ভারতীয় জাতের ১৫০টি আনারের চারা সংগ্রহ করেন তিনি। বাড়ির পাশে পতিত এক বিঘা জমিতে আনারের চাষ করেন। আনার চাষ করতে জমি তৈরি, চারা রোপণ, সার ও কীটনাশক বাবদ তার খরচ হয় আড়াই লাখ টাকা। প্রথম বছরেই আনার বিক্রি করেন তিন লাখ টাকার। আগামী বছর বাগান থেকে ১০ লাখ টাকার বেশি আনার বিক্রি করার আশা করছেন ফয়সাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও