You have reached your daily news limit

Please log in to continue


‘স্কুল চালাতে আবার অনুমোদন কীসের?’

‘এলাকায় বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেই, তা দেখে সন্তানদের নিয়ে অভিভাবকরা আসেন। ফি নিয়ে ভর্তি করানো হয়। এরপর ক্লাস-পরীক্ষা চলে। স্কুল চালাতে আবার অনুমোদন কীসের? কই, আশপাশে কেউই তো অনুমোদন নেয়নি। তারাও স্কুল চালাচ্ছেন, আমিও চালাচ্ছি।’

উষ্মা প্রকাশ করে এ কথা বলছিলেন ঢাকা স্কয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ফকরুল হোসেন সবুজ। তিনি নিজেকে স্কুলটির অধ্যক্ষ পরিচয় দেন। নিজের ভিজিটিং কার্ডেও তিনি এ পদবি ব্যবহার করেন। নিজেকে কিন্ডারগার্টেন স্কুল সংশ্লিষ্ট একাধিক সংগঠনের নীতিনির্ধারক বলেও দাবি করেন ফকরুল। রাজধানীর ৩৬/৫ উত্তর আদাবরে ২০০৯ সালে তিনি স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। ফকরুলের দাবি—‘এলাকায় তার স্কুলের অনেক সুনাম। সবাই এক নামে চেনে।’

তবে খোঁজ-খবর নিয়ে মেলে ভিন্ন চিত্র। তিনতলা একটি আবাসিক ভবনের নিচতলায় চলছে স্কুলটির কার্যক্রম। প্লে-গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানো হয়। আশপাশে বসবাস করা কয়েকজন নারীকে দিয়ে দায়সারা ক্লাস-পরীক্ষা নেওয়া হয়। শিক্ষকদের অধিকাংশই এসএসসি পাস। তারাই স্কুলের নবম-দশম শ্রেণির ক্লাস নেন।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন