চল্লিশ পরবর্তী চোখের যত্ন

ইত্তেফাক প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২, ১৯:৫৬

চোখের যত্ন না নিলে হতে পারে অনেক সমস্যা। একটু বয়স বেড়ে গেলে তাদের ক্ষেত্রে চোখের যত্ন নিতে হবে বেশি। সাধারণত বয়স ৪০ এর পর থেকে চোখের দৃষ্টিশক্তি কমতে শুরু করে। তাই বয়স বৃদ্ধির সাথে সাথে চোখের যত্ন নেওয়া প্রয়োজন।  



  • চল্লিশের পর থেকেই নিয়মিত ডাক্তার দেখাতে হবে চোখের। এতে করে চোখে কম দেখার কারণ জেনে চিকিৎসা নিতে পারবেন। ফলে দৃষ্টিশক্তি ভালো থাকবে। আর প্রতিমাসেই চেষ্টা করতে হবে একবার করে ডাক্তারের কাছে চেকআপে যাওয়া।  

  • বাইরে বের হলেই ব্যবহার করুণ রোদ চশমা। এতে চোখে আলো কম লাগবে এবং সূর্যের আলো থেকে নিরাপদ থাকবে। 

  • চোখ ভালো রাখবে এমন পুষ্টিকর খাবার সমূহ রাখতে হবে প্রতিদিনের খাদ্য তালিকায়। এতে শরীরের সাথে সাথে চোখ ও ভালো রাখতে সাহায্য করবে। যেমন, খেতে পারেন বিভিন্ন ধরনের ঘন সবুজ জাতীয়  শাক ও সবজি, গাজর, কমলা ইত্যাদি জাতীয় খাবার। এতে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও