You have reached your daily news limit

Please log in to continue


রেড জোন দিনাজপুরে যেসব কারণে বাড়ছে সংক্রমণ

করোনার সংক্রমণ ও শনাক্তের ঊর্ধ্বগতি বিবেচনায় দেশের যে ১২টি জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে, তার অন্যতম দিনাজপুর। রেড জোন ঘোষণা হলেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত, মাস্ক পরছেন না অধিকাংশ মানুষ। গ্রামাঞ্চলে স্বাস্থ্যবিধি মানা ও সচেতনতা একেবারে নেই বললেই চলে। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জেলায় শনাক্তদের অধিকাংশই ওমিক্রনে আক্রান্ত। ফলে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, যদিও ওমিক্রনে মৃত্যুঝুঁকি কম। দিনাজপুর ভারত সীমান্তবর্তী হওয়ায় সংক্রমণ বেশি বলে মনে করছেন তারা। স্বাস্থ্যবিধি মানাতে সরকারের নির্দেশনাগুলো প্রতিপালনের কথা জানিয়েছে প্রশাসন।

এদিকে, আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। জানুয়ারির প্রথম সপ্তাহে করোনা আক্রান্ত ছিল ১০ জন, দ্বিতীয় সপ্তাহে ৪১ জন এবং তৃতীয় সপ্তাহে তা দাঁড়িয়েছে ২০২ জনে। একই সঙ্গে প্রথম সপ্তাহে সক্রিয় রোগী ছিল ২৭ জন, দ্বিতীয় সপ্তাহে ৪৯ জন এবং তৃতীয় সপ্তাহে এসে দাঁড়িয়েছে ২৪০ জনে। এক সপ্তাহের ব্যবধানে আক্রান্ত ও রোগী বেড়েছে প্রায় পাঁচ গুণ। চতুর্থ সপ্তাহের প্রথম দুই দিনে আক্রান্ত ৭৬ জন আর রোগী ৩০৯ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন