‘ভিসির সঙ্গে আমাদের সম্পর্কের বাঁধন ছিঁড়ে গেছে’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে সম্পর্কের বাঁধন ছিঁড়ে গেছে বলে মন্তব্য করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (২৪ জানুয়ারি) উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এ মন্তব্য করেন।
আন্দোলনরত শিক্ষার্থী সাব্বির মোহাইমিনুল বাশার রাজ, নাফিসা আনজুম বলেন, ‘আমরণ অনশনের ১১৭ ঘণ্টা পেরিয়ে গেছে৷ কিন্তু স্বৈরাচার উপাচার্য আমাদের দাবির বিষয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি। তাই তার দৃষ্টি আকর্ষণের জন্য বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছি। পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপকে নাশকতা বলা যায় না।’ উপাচার্যের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, ‘স্বদেশ প্রত্যাবর্তনের দিনে জাতির পিতাকে জুলফিকার আলী ভুট্টো বারবার বলেছিলেন, এই সম্পর্ক (বাংলাদেশ-পাকিস্তান) রাখা যায় কি না।