![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252F363f1958-b2ae-47cd-902e-be1156d24e1a%252FUntitled_6.jpg%3Frect%3D0%252C81%252C1493%252C840%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা–সমাচার
র্যাবের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বা আছেন, এ রকম সাতজন কর্মকর্তা মার্কিন সরকারের নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। তাঁদের মধ্যে যাঁদের পাসপোর্টে মার্কিন ভিসা ছিল, তা বাতিল করা হয়েছে এবং যাঁরা ভিসার জন্য আবেদন করবেন, তাঁরা মার্কিন ভিসা পাবেন না।
সাতজনের কথা আনুষ্ঠানিকভাবে জানাজানি হলেও সংখ্যাটি অনেক বড় বলে কানাঘুষা আছে। প্রতিষ্ঠান হিসেবে র্যাবও নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে। আবার র্যাবের সঙ্গে কখনো সম্পর্ক ছিল না সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের। তাঁরও মার্কিন ভিসা বাতিল হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে যে প্রতিক্রিয়া জানানো হয়েছে, তাতে বোঝা যায়, সরকার যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ক্ষুব্ধ।