সবচেয়ে ছোট পাইলট ৫ মাসে ঘুরলেন ৩০ দেশ
বয়স মাত্র ১৮ পেরিয়েছে। এরই মধ্যে ঘুরে ফেলেছেন ৩০ দেশ। নিজেই ছিলেন চালকের আসনে। স্থল পথে নয়। আকাশ পথেই এই যাত্রা শেষ করেছেন জারা রাদারফোর্ড। আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।
এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। আঠারো বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। তা আবারো প্রমাণ করলেন জারা রাদারফোর্ড। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তাকে সর্বকনিষ্ঠ পাইলটের স্বীকৃতি দিয়েছে। ৩২৫ কিলোগ্রামের এক প্রপেলার বিশিষ্ট প্লেন চালিয়ে পাঁচ মাসে বিশ্বভ্রমণ সারলেন সদ্য উনিশে পা দেওয়া জারা রাদারফোর্ড। অর্জন করলেন বিশ্বভ্রমণ করা সর্বকনিষ্ঠ পাইলটের উপাধি। পাইলট অভিভাবকের কাছে বড় হয়ে ওঠা জারা আকাশে উড়ে বেড়ানোকেই করেছেন জীবনের ধ্যান ও জ্ঞান। ব্রিটেন এবং বেলজিয়ামের দ্বৈত নাগরিকত্ব আছে তার। ২০২১-এর ১৮ আগস্ট যাত্রা শুরু করেন জারা।
- ট্যাগ:
- জটিল
- পাইলট
- বিদেশ ভ্রমণ
- নারী পাইলট
- অল্পবয়সী