![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567399364.jpg&path=/uploads/news/2022/Jan/24/1643016077222.JPG&width=600&height=315&top=271)
বেইজিং অলিম্পিক বয়কটের আহ্বান তুর্কি উইঘুর মুসলিমদের
বার্তা২৪
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২, ১৫:২১
উইঘুর মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতনের জন্য চীনের বেইজিংয়ে ২০২২ সালে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বয়কটের আহ্বান জানিয়েছে তুর্কি উইঘুর মুসলিমরা।
রোববার (২৩ জানুয়ারি) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিক্ষোভ করেছে চীনের উইঘুরের কয়েক ডজন মানুষ। এসময় তারা এ আহ্বান জানান। খবর রয়র্টাসসের।
বিক্ষোভকারীরা শহরের তুর্কি অলিম্পিক কমিটির ভবনের বাইরে পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতা আন্দোলনের নীল-সাদা পতাকা নিয়ে জড়ো হয়েছিলো।