You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমান তৈরি করলো রোলস রয়েস

গত দুইবারের রেকর্ড ভেঙ্গে সবচেয়ে দ্রুতগতির বৈদ্যুতিক বিমান তৈরির দাবি করেছে রোলস রয়েস।

'স্পিরিট অব ইনোভেশন' নামের বিমানটি ঘণ্টা প্রতি ৩৪৫.৪ মাইল বা ৫৫৫.৯ কিলোমিটার গতিবেগে ৩ ঘণ্টার পথ পাড়ি দেয়। এছাড়া, ঘণ্টা প্রতি ৩৩০ মাইল বা ৫৩২.১ কিলোমিটার বেগে ১৫ কিলোমিটার পথ পাড়ি দেয়।

'দ্যা ওয়াল্ড এয়ার স্পেস ফেডারেশন' পরীক্ষামূলক এই অভিযান চালায় গত বছরের নভেম্বরে।


এটিকে তাদের যুগান্তকারী অর্জন বলে মনে করছে রোলস রয়েস।কার্যক্রম শুরু করলে ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এই বিমানটির গতিবেগ হবে ঘণ্টা প্রতি ৩৮৭.৪ মাইল বা ৬২৩ কিলোমিটার।

তবে, আনুষ্ঠানিকভাবে এই গতিবেগ রেকর্ড করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন