শীতে উটের চোখের পানি জমে বরফ!

www.tbsnews.net সৌদি আরব প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২, ১২:৩৮

মরুর দেশ সৌদি আরবে বিগত ৩০ বছরের মধ্যে এবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। কিছু কিছু শহরে শীতের তীব্রতা এতই বেশি যে, উটের চোখ থেকে পানি গড়িয়ে নিচে পড়ার আগেই তা জমে বরফ হয়ে যাচ্ছে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


গত কয়েকদিন ধরে সৌদির বেশ কয়েকটি শহরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বিগত ৩০ বছরের ইতিহাসে দেশটির তাপমাত্রা এই প্রথম মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে দেখা গেছে। কিছু শহরে আবার মাইনাস ৩ ডিগ্রিতেও নেমেছে তাপমাত্রা। সেইসঙ্গে উত্তরের ৬টি শহর ঢেকে গেছে বরফে।  


শুক্রবার জর্ডানের সীমান্তবর্তী তুরাইফ ও কুরাইয়াত শহরের তাপমাত্রা ছিল যথাক্রমে মাইনাস ৩ ও মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলের হাইল শহরেরও একই অবস্থা। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে