You have reached your daily news limit

Please log in to continue


বিয়ে করলেন অর্ণব-ইপ্সিতা

প্রেমের খবর নিয়ে শুরু থেকেই ছিলেন খোলামেলা। রিয়ালিটি শোতে এসে প্রেমিকের নাম বলেছিলেন ইপ্সিতা মুখোপাধ্যায়। এবার সেই প্রেমেই লাগল বসন্ত। মাঘ-নিশিতে এক হয়েছে চার হাত। আইনি বিয়ে সেরে ফেলেছেন ইপ্সিতা ও অর্ণব বন্দ্যোপাধ্যায়।

আগেই অর্ণব জানিয়েছিলেন, বিয়ের প্ল্যানে রয়েছেন তারা। হলোও ঠিক তেমনটাই। বছর শুরু হতেই শুভ কাজে আর দেরি নয়। মন দেওয়া-নেওয়া হয়েছিল আগেই, এবার আইনি মতে মিলল হৃদয়। অর্ণব উচ্ছ্বসিত, খুশি ইপ্সিতাও। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন