তুরস্কের প্রেসিডেন্টকে অবমাননার দায়ে নারী সাংবাদিক আটক
ভয়েস অব আমেরিকা (আমেরিকা)
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২, ২১:২৮
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অবমাননার দায়ে দেশটির একজন প্রখ্যাত নারী টেলিভিশন সাংবাদিককে আটকের পর আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে। জানিয়েছেন ওই সাংবাদিকের আইনজীবী।
টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ষাঁড় নিয়ে প্রচলিত একটি প্রবাদ প্রচারের অভিযোগে সেদেফ কাবাস নামে ওই সাংবাদিককে হেফাজতে নেওয়া হয়। অভিযোগ প্রমাণিত হলে কাবাসের চার বছরের কারাদণ্ড হতে পারে।
এক দশকেরও বেশি সময় প্রধানমন্ত্রী হিসেকে দায়িত্ব পালন করে ২০১৪ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে এরদোয়ানকে অবমাননার দায়ে হাজার হাজার মানুষকে শাস্তি প্রদান করেছে দেশটির আদালত।