পলাতক বানরের খোঁজে পুলিশের অভিযান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২, ১৯:২৫
পালিয়ে যাওয়া বানরের খোঁজে পুলিশের অভিযানের বিরল এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের একটি রাজ্যে। পরীক্ষাগারে নেওয়ার পথে দুর্র্ঘটনার সময় পালিয়ে যাওয়া বানরকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
বিবিসি জানায়, একটি গাড়িতে করে ১০০ বানর নেওয়া হচ্ছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি পরীক্ষাগারে। করোনাভাইরাসের টিকা নিয়ে গবেষণার জন্য লম্বা লেজ বিশিষ্ট ম্যাকাকাস প্রজাতির বানরগুলোর চাহিদা আছে।
কিন্তু বানরগুলোকে যে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেটির সঙ্গে পেনসিলভানিয়ার মহাসড়কে একটি ডাম্প ট্রাকের সংঘর্ষ হয়। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও সুযোগ বুঝে পালায় চারটি বানর।
সেই বানরগুলোকেই খুঁজে পেতে অভিযানে নামে পুলিশ। অনেক খোঁজাখুঁজির পর তিনটিকে পাওয়া গেছে। তবে একটি অধরাই থেকে যায়। সেটির খোঁজ এখনও চলছে বলে জানিয়েছেন পেনসিলভানিয়ার রাজ্য পুলিশ ট্রুপার আন্দ্রিয়া।
- ট্যাগ:
- জটিল
- অভিযান
- পলাতক
- বানর উদ্ধার