![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252Ff0ab1eb3-ca2d-4b33-8667-fe95343aaaad%252F272274034_1055124078690051_5790219649406033201_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
রশি ছিঁড়ে আমি ও রাজ্জাক ভাই দুই দিকে ছিটকে পড়েছিলাম
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২, ১৮:৪৮
বাংলা চলচ্চিত্রের রাজ রাজ্জাকের সঙ্গে প্রায় ৩৫টি সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা রহমান। দীর্ঘ এই সময়ে একসঙ্গে অভিনয় করতে গিয়ে জমেছে অনেক স্মৃতি। আজ রাজ্জাকের ৮০তম জন্মদিন। প্রয়াত এই নায়কের স্মৃতিচারণা করলেন অঞ্জনা।
ক্যারিয়ারে এমন ভয়ানক অবস্থায় খুবই কম পড়েছেন অঞ্জনা। বিশেষ সেই ঘটনার কথা এখনো মনে পড়লে তাঁর শরীর শিরশির করে ওঠে! ঘটনাটি ছিল ‘রাজার রাজা’ সিনেমার শুটিংয়ের একটি দৃশ্যে। সিনেমাটির পরিচালক ছিলেন আলমগীর কুমকুম। পাহাড়ের ওপর একটি মারপিটের দৃশ্য।
- ট্যাগ:
- বিনোদন
- ঢালিউড তারকা
- স্বরণ
- নায়করাজ রাজ্জাক