কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আর কত ক্ষমতা পেলে আমলাদের চাওয়া শেষ হবে

প্রথম আলো রুমিন ফারহানা প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২, ১৭:২৭

গত বছর জরুরি কাজে সিলেট যেতে হয়েছিল। সার্কিট হাউসে রুম বরাদ্দের জন্য দফায় দফায় ডিসির সঙ্গে টেলিফোন, খুদে বার্তা, চিঠির মারফত যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি আমি। এনডিসির সঙ্গে কথা বললে বলে ডিসিকে অবহিত করতে, কিন্তু ডিসি সাহেব না ধরেন ফোন, না করেন কলব্যাক, না পাই চিঠি বা ফ্যাক্সের জবাব। শেষমেশ একটা হোটেলে উঠতে বাধ্য হয়েছিলাম আমি।


একই ঘটনা ঘটেছে আমার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়াতেও। আমি একে তো বিরোধী দলের সাংসদ, তার ওপর সংসদে গেছি প্রথমবার, আমলাদের আস্ফালন আমাকে সহ্য করতেই হয়, পদমর্যাদায় আমার অবস্থান সিনিয়র সচিবের ওপরে হলেও তাঁদের কিছুই আসে যায় না। তবে অবাক বিস্ময়ে দেখলাম ভুক্তভোগী শুধু আমি একা নই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও