আগামী জুন মাস পর্যন্ত ঋণ পরিশোধের সময় বাড়ানোর দাবি জানিয়েছেন দেশের ব্যবসায়ীরা। দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বৃদ্ধি পাওয়ায় অর্থনৈতিক কার্যক্রম এখনো সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি—এই দাবি করে ব্যবসায়ীরা ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর সুযোগ চেয়েছেন।
অর্থাৎ ওই সময়ের মধ্যে (জুন ২০২২) ঋণ পরিশোধ না করলেও যাতে ব্যাংক তাঁদের খেলাপি না করে, সেই সুবিধা চেয়েছেন ব্যবসায়ীরা।