![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F01%2F23%2Fafghanistan.jpg%3Fitok%3DlAmzhAi7)
বহু ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আফগানরা
নতুন তালেবানি শাসনের অধীনে অধিকার খর্ব হওয়া থেকে শুরু করে কোভিড মহামারি, খরা, বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থাসহ নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের মানুষ। সম্প্রতি অনুষ্ঠিত একটি ভার্চুয়াল সম্মেলনে বিশেষজ্ঞেরা এসব কথা বলেছেন। খবর এএনআই’র।
‘আফগানিস্তানের মানবিক সংকট : এগিয়ে যাওয়ার উপায়’ শিরোনামের অনুষ্ঠিত সম্মেলনের আয়োজক ছিল দ্য ডেমোক্রেসি ফোরাম (টিডিএফ)।
অনুষ্ঠানে সূচনা বক্তব্যে টিডিএফ-এরর সভাপতি লর্ড ব্রুস উল্লেখ করেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গণতন্ত্র ও মানবাধিকারকে প্রভাবিত করে—এমন বিস্তৃত সমস্যা রয়েছে, যা সমস্ত মনোযোগ পাওয়ার যোগ্য। কিন্তু, তা সত্ত্বেও তিনি যে বিষয়টি অনুভব করেছেন তা হলো—আফগানিস্তানের দুর্দশার ওপর নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।