এসব অঙ্গভঙ্গির মানে জানেন তো?
প্রথম আলো
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২, ১৬:০৭
দেহেরও আছে বিশেষ ভাষা। হোক না তা নীরব। তবু এ ভাষা বোঝার আশা জলাঞ্জলি দেওয়ার দরকার নেই। সর্বজনীন এ ভাষা বোঝার জন্য কোনো বিশেষ দেশে জন্ম নেওয়ারও দরকার পড়ে না। দেহ বা চোখ দেখে সেটা পড়তে জানলেই হয়।
ঠোঁট কি অজান্তেই অবলেহন করছেন
হতে পারে আপনি মধ্যাহ্নভোজের দিবাস্বপ্ন দেখছেন। লোভনীয় কোনো খাবার দেখেও ঠোঁট নাড়ান অনেকে। তবে ঠোঁটের এই একই ভাষা দিয়ে বোঝাতে পারে অন্য অর্থও। আপনার পাশে যদি থাকে প্রিয় সঙ্গী, তাহলে সেটা হতে পারে কামনার ভাষা। রোমান্টিক সঙ্গীর কথা ভেবে ঠোঁট হতে পারে জলে ভেজা পদ্মের মতো।