শীতে কান ব্যথা হলে যা করবেন
কালের কণ্ঠ
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২, ১৩:০২
শীতকাল এলেই অনেকে কানের ব্যথায় ভুগতে থাকেন। ঠাণ্ডার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে কানের সমস্যা। কানে অস্বস্তি, আক্রান্ত কানে শুনতে না পাওয়া, বমি বমি ভাব, ডায়রিয়া, শ্রবণশক্তি সম্পূর্ণ লোপ পাওয়া, অস্বস্তিসহ একাধিক উপসর্গ দেখা দেয় কানের সমস্যায়।
এজন্য ঠান্ডা পড়লেই সতর্কতা নিতে হবে কানের ব্যাপারে৷ যত বেশি ঠান্ডা লাগাবেন, তত কানের সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে৷ এজন্য কোনও অঙ্গ স্পর্শ করার আগে বা খাওয়ার আগে হাত ভাল করে ধুয়ে নিন৷ এতে করে ঠাণ্ডা লাগার সম্ভাবনা কমে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- কানের ইনফেকশন
- কানের যত্ন