কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফেল থেকে জিপিএ-৫ পেলো ১১ পরীক্ষার্থী

জাগো নিউজ ২৪ যশোর প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ২১:৩৪

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণে ৬০ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে বিভিন্ন গ্রেডে পাস করেছেন ৩৫ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ২৩ জন। এরমধ্যে ১১ জন পরীক্ষার্থী আগে অনুত্তীর্ণ হলেও পুনর্নিরীক্ষণে তারা জিপিএ-৫ পেয়েছেন। বাকিদের পরিবর্তন হয়েছে বিভিন্ন গ্রেড।


শুক্রবার (২১ জানুয়ারি) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এতথ্য জানা গেছে। ফেল করা শিক্ষার্থীরা জিপিএ-৫ পাওয়ায় পরীক্ষকদের দক্ষতা আর দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। তবে বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, আগে খাতা দেখায় ভুল করা পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যশোর শিক্ষাবোর্ড সূত্র জানায়, করোনার কারণে দেড়বছর সরাসরি ক্লাস না হওয়ায় ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয় তিনটি নৈর্বাচনিক বিষয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও