এখনও কোচের দায়িত্বে জাতীয় দলের সঙ্গেই আছেন বাউচার। পার্লে দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার ভারতের বিপক্ষে লড়ছে তার দল।সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশন বিল্ডিং (এসজেএন) কমিশনের গত মাসের প্রতিবেদনের পর বাউচারকে অভিযুক্ত করে দক্ষিণ আফ্রিকার বোর্ড। সাবেক এই কিপার-ব্যাটসম্যানকে এখন সিনিয়র কাউন্সেল অ্যাডভোকেট টেরি মোটাউয়ের নেতৃত্বাধীন ডিসিপ্লিনারি শুনানির মুখোমুখি হতে হবে।সিএসএ বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায়, অভিযোগপত্র এরই মধ্যে বাউচারকে দেখানো হয়েছে।
আগামী বুধবার তিনি মোটাউয়ের সঙ্গে দেখা করবেন শুনানির সময় নির্ধারণ করতে।এদিনই বিবৃতি দিয়ে নিজের অবস্থান জানান বাউচার।“আমি আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর জবাব দেওয়ার অপেক্ষায় আছি, যথাসময়ে শুনানিতেও তাই করব। তবে এখন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে আমার দায়িত্বের প্রতি আমি সম্পূর্ণ মনোযোগী।