You have reached your daily news limit

Please log in to continue


ব্রাজিলের অস্কারকে দলে নিতে চায় বার্সেলোনা

খুব দুরবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে বার্সেলোনা। একে তো ক্লাবের অর্থনৈতিক বেহাল দশা, তার ওপর মাঠের পারফরম্যান্সও ভালো না। সব মিলিয়ে তাই নতুন করে বার্সাকে সাজানোর চেষ্টা চলছে। জানুয়ারির দলবদলের মৌসুমে কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে বার্সা, ছেড়েও দিয়েছে কাউকে। 

এখনও এই দলবদলের মৌসুমের সময় আছে ১০দিন। এর মধ্যেই খেলোয়াড় দলে টানতে অথবা ছাড়তে হবে। এবার বার্সার নজর নাকি গিয়েছে ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা অস্কার দোস সান্তেসোর দিকে। যদিও বার্সার বেতনের হিসাব ঠিকঠাক না থাকায় সেটি এখন হওয়ার সম্ভাবনা কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন