You have reached your daily news limit

Please log in to continue


সিনেমায় কাজ না পেলে ফিল্ম সিটিতেই ক্যান্টিন খুলতেন, লাইট-ক্যামেরার নেশায় বুঁদ ছিলেন সুশান্ত

অভিনেতার প্রস্থান এখনও মেনে নিতে পারেনি তার অনুরাগী, পরিবার আর বন্ধুরা! জন্মদিনে তাই মনে পড়ে যায় ক্যারিয়ার নিয়ে সুশান্তের অটল মনোভাব।   

একতা কাপুরের মেগা হিট 'পবিত্র রিশতা'য় অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন। অথচ বড় পর্দার নায়ক হওয়ার স্বপ্নে ২০১৩ সালে সেই সিরিয়ালের কাজ ছেড়ে দেন বিহারের ছেলে সুশান্ত সিং রাজপুত। কোনও গডফাদার ছাড়াই নিজের জায়গা করে নেন অভিনয়ের দুনিয়ায়। 

সিনেমায় পা রাখেন 'কাই পো চে' দিয়ে। 'এমএস ধোনি', 'ব্যোমকেশ বক্সী', 'কেদারনাথ', 'ছিছোড়ে'র মতো ছবি দিয়ে তিনি আজও রয়ে গেছেন দর্শক মনে।  

কিন্তু ২০২০ সালের ১৪ জুন মাত্র ৩৪ বছর বয়সে আচমকাই থমকে যায় তার পথচলা। 'লাইট-ক্যামেরা-অ্যাকশন'এর হাঁকডাক আর শ্যুটিং ফ্লোরের ব্যস্ততা থেকে বহু দূরে চলে যান সুশান্ত। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন