কমিকসের জাদুকর নারায়ণ দেবনাথ

ঢাকা পোষ্ট সুমন সাজ্জাদ প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ১৬:৩৩

মাঝে মাঝে ভাবি, বাঙালি কি হাসে? হাসেই তো; কারণ গোপাল ভাঁড়, বীরবল, নাসিরউদ্দিন হোজ্জা, জোলা, টুনটুনির মতো হাসির চরিত্র আছে বাঙালির জীবনে। এই সেদিন এক বন্ধুকে বললাম, হাসি তো দূরের কথা, কখনো কখনো মনে হয় বাঙালি কড়কড় করে তিন বেলা লোহা চিবিয়ে খায়।


এসব কথায় নিশ্চিত বাড়াবাড়ি আছে। তবু কেন যেন বাঙালির জীবন থেকে হাসি ফুরিয়ে গেছে। নয়তো সৈয়দ মুজতবা আলীর কাছাকাছি একজনকেও আর পাওয়া গেল না কেন? হাসি পেতে চাও? তাহলে ফিরে যাও সেই এক সম্বলের কাছে—হুমায়ূন আহমেদ। আরা বাচ্চাদের হাসিঠাট্টার কথা যদি তোলা হয়, ওমা! এত হাসির কী আছে! বই পড়ো, জিপিএ ফাইভ পেতে হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও