১১ জন হাসপাতালে, অনশন ভাঙেননি কেউই

প্রথম আলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ১৬:২৭

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ‌্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত‌্যাগের দা‌বিতে আমরণ অনশনে থাকা ১১ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখনো তাঁরা অনশন ভাঙেননি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।


আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দুপুর থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে তাঁদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। আজ শুক্রবার ভোরে সর্বশেষ এক শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পাঠানো ১১ শিক্ষার্থী ছাড়াও এক শিক্ষার্থীর পরিবারের সদস্য হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার খবরে তিনি বাড়ি ফিরে গেছেন। উপাচার্যের বাসভবনের সামনে অনশন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের পাশে পালা করে তাঁদের সহপাঠীরা থাকছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও