পশ্চিমারা স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, হুঁশিয়ারি ব্রিটেনের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ১৬:১৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ব্রিটেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এই দুই নেতাকে সতর্ক করে বলেছেন, ব্রিটেন ও এর মিত্ররা গণতন্ত্রের জন্য স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। কারণ স্নায়ুযুদ্ধ পরবর্তী যেকোনো সময়ের তুলনায় ওই দেশ দু’টি বর্তমানে বেশি বেপরোয়া হয়ে উঠেছে।


শুক্রবার অস্ট্রেলিয়ায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস একথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ট্রাস বলেন, বৈশ্বিক যেকোনো হুমকির বিরুদ্ধে ব্রিটেন এবং তার মিত্রদেরকে অবশ্যই একসাথে সরব হতে হবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও