টানা ৩ সপ্তাহ ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, মূলধন বাড়লো ২৩ হাজার কোটি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ১৫:২৩

নতুন বছর ২০২২ সালের শুরুতে বেশ চাঙ্গা হয়ে উঠেছে দেশের শেয়ারবাজার। প্রায় প্রতিদিনই বাড়ছে মূল্যসূচক। সেইসঙ্গে লেনদেনের গতিও বেড়েছে। নতুন বছরের প্রথম দুই সপ্তাহের মতো গেল সপ্তাহও ঊর্ধ্বমুখী ছিল দেশের শেয়ারবাজার। এতে গেল সপ্তাহের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় আড়াইশ কোটি টাকা বেড়ে গেছে। ফলে নতুন বছরের প্রথম দিন সপ্তাহেই বাজার মূলধন বাড়ল ২৩ হাজার কোটি টাকার ওপরে।


গেল সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬৫ হাজার ২৩৫ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ৬৪ হাজার ৯৯৬ কোটি টাকা। অর্থাৎ গেল সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২৩৯ কোটি টাকা। আগের দুই সপ্তাহে বাজার মূলধন বাড়ে ২২ হাজার ৮০০ কোটি টাকা। এ হিসেবে নতুন বছরের প্রথম তিন সপ্তাহে বাজার মূলধন বাড়ল ২৩ হাজার ৩৯ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও