![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021November/India---Prisoner-swallows-mobile-phone-during-checking-device-removed-from-his-body-2201210219.jpg)
কয়েদির পেটে মিললো আস্ত মোবাইল ফোন!
হঠাৎ করেই কারাগারে থাকা কয়েদিদের সেল চেক করা শুরু করে জেল কর্তৃপক্ষ। এমতাবস্থায় কর্তৃপক্ষের কাছ থেকে লুকাতে মোবাইল ফোন গিলে ফেলেন একজন কয়েদি! সম্প্রতি ভারতের তিহার জেলে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অপারেশন ছাড়াই তার পেট থেকে বের করা হয় মোবাইল ফোনটি। দিল্লির জিবি পান্ট হাসপাতালের ডাক্তাররা এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন।