কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৌদি আরবে পরিবর্তনের হাওয়ায় সমালোচকেরা কি বিভ্রান্ত?

প্রথম আলো জনাথন গর্নাল প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ০৮:০৮

প্রচলিত সংবাদমাধ্যম সৌদি আরবকে অবমূল্যায়ন করার কোনো সুযোগই হাতছাড়া করে না। তারা সৌদিতে সাম্প্রতিক অনুষ্ঠিত ‘লোহিত সাগর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’কে ‘হোয়াইট ওয়াইশ’ বলে তির্যক সমালোচনা করেছে। গত ডিসেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত ‘গ্র্যান্ড প্রিক্স’ ও ‘ডাকার র‍্যালি’ নিয়েও তারা বিদ্বেষপূর্ণ সমালোচনা করে। আগামী ফেব্রুয়ারিতে বাদশাহ আবদুল্লাহ অর্থনৈতিক নগরে গলফ টুর্নামেন্ট আয়োজন করা  হয়েছে। সে ক্ষেত্রেও একই মাত্রার সমালোচনার তিরে বিদ্ধ হওয়ার শঙ্কা রয়েছে।


কানাডার সংগীত তারকা জাস্টিন বিবার ও ফ্রান্সের ডিজে ডেভিড গুয়েতা সম্প্রতি সৌদি আরবে কনসার্টে গান গেয়ে গেছেন। যদিও মানবাধিকার লঙ্ঘন, মতপ্রকাশের স্বাধীনতার মতো ইস্যুতে তাঁদের সৌদি আরবে না যাওয়ার আহ্বান জানিয়েছিলেন অনেকে। সৌদি আরবে এখন একটা পরিবর্তনের হাওয়া বইছে। দেশটির কট্টর সমালোচকেরা এত দিন ধরে পরিবর্তনের কথা বলে এসেছেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন সত্যি সত্যি সেই পরিবর্তনটা ঘটছে, সেটা সাধুবাদ তাঁরা জানাতে পারছেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও