পিসিতে অ্যান্ড্রয়েড গেমস খেলার অ্যাপ আনলো গুগল
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২, ২১:৫৩
অ্যান্ড্রয়েড গেম পিসিতে খেলার জন্য অ্যাপ চালু করলো গুগল। তবে অ্যাপটি এখন রয়েছে খুব সীমিত পরিসরে। উইন্ডোজ প্লে গেমস’র এই বেটা সংস্করণ আপাতত চালু হয়েছে হংকং, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে। অ্যাপটি ব্যবহার করে অ্যান্ড্রয়েডের বিভিন্ন গেম যেমন- মোবাইল লেজেন্ড, সামোনারস ওয়্যার, স্টেট অব সারভাইভাল এবং থ্রি কিংডমের মতো গেম খেলা যাবে।
সংবাদ মাধ্যম ভার্জ জানায়, এই তিন দেশের খেলোয়াড়রা উইন্ডোজ পিসির জন্য গুগলের স্ট্যান্ড অ্যালন অ্যাপে সাইন-আপ করে খেলতে পারবেন। গুগল জানায়, এখন থেকে বিভিন্ন ডিভাইস যেমন- ফোন, ট্যাবলেট, ক্রোমবুক এবং পিসি ইত্যাদি ডিভাইসে নিরবচ্ছিন্নভাবে গেমগুলো খেলা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অ্যান্ড্রয়েড গেম
- গেমস