জয়ী হতে খালেদা জিয়ার মতো আপসহীন হতে হবে: গয়েশ্বর
আন্দোলন-সংগ্রামে জয়ী হতে হলে বিএনপির চেয়ারপারসন খালেদা খালেদা জিয়ার মতো আপসহীন হতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে জাসাস।