কর্মক্ষেত্র থেকে দ্রুত হারিয়ে যাচ্ছে আফগান নারীরা
আফগানিস্তানে তালেবান শাসন ফিরে আসার পর দেশটিতে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ দ্রুত কমে যাচ্ছে। নানা বিধিনিষেধে নারীদের অধিকার খর্ব হচ্ছে। সংকুচিত হচ্ছে দেশটির অর্থনীতি।
রাজধানী কাবুলে একটি ছোট পোশাক কারখানার মালিক ২৯ বছরের সোহাইলা নূরি। তার কারখানায় স্কার্ফ, বড় ও ছোটদের নানা ধরনের পোশাক তৈরি করা হয়।
সেখানে এখন প্রায় ৩০ জন নারী কর্মী কাজ করেন। গত বছর অগাস্টে তালেবান ক্ষমতায় আসার পর সোহাইলা দেখতে পান, তার কারখানায় নারীকর্মীর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। কারণ, তালেবানের ভয়ে তারা কাজে আসা বন্ধ করে দিচ্ছেন।