অনশনে শাবিপ্রবির ১৩ শিক্ষার্থী অসুস্থ, নেওয়া হচ্ছে হাসপাতালে
অনশনে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১০ জন অনশনস্থলেই চিকিৎসা নিচ্ছেন।
এর আগে বুধবার (১৯ জানুয়ারি) উপাচার্যের পদত্যাগ দাবিতে শুরু হয় অনশন। এ অনশন গড়িয়েছে ২৭ ঘণ্টায়। এর মধ্যে কোনো সমাধান আসেনি।
তবে বুধবার রাত থেকে এখন পর্যন্ত শিক্ষকদের একটি প্রতিনিধি দল তিন দফায় অনশনস্থলে এসে শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করেন।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে শিক্ষকরা অনশনে থাকাদের সঙ্গে কথা বলতে আসেন।