You have reached your daily news limit

Please log in to continue


যেসব ঐতিহাসিক রহস্যের আজও কিনারা হয়নি

প্রাচীন যুগে আলেকজান্দ্রিয়ার মতো সমৃদ্ধ লাইব্রেরি বেশি ছিল না। যেমন আয়তনে ছিল বড় তেমনই ছিল মূল্যবান সব সংগ্রহ। আলেকজান্দ্রিয়া গবেষণা ইনস্টিটিউটের অংশ ছিল এটি। বেশিরভাগ গবেষক একমত এর গ্রন্থসংখ্যা ছিল তিন থেকে সাত লক্ষ। কিন্তু সম্ভবত আমরা কখনোই জানতে পারেব না, আসলেই এটা কত বড় ছিল আর কত অমূল্য সম্ভার ছিল এতে? কারণ এটি ধ্বংস হয়ে গেছে। আর এর কোনো প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষও নেই। এর ব্যাপারে জানার উপায় কেবলই কিছু লিখিত কাগজপত্র।

ঐতিহাসিকরা বলছেন, এতে অলংকারশাস্ত্র, আইন, মহাকাব্য, বিষাদকাব্য, ইতিহাস, চিকিৎসাশাস্ত্র, গণিত এবং প্রকৃতিবিজ্ঞান বিষয়ক বই ছিল। সেসব বই আমাদেরকে বলতে পারত ওই সময়ের মানুষ কী ভাবত বিশ্ব সম্পর্কে। কিন্তু সেগুলো এমনভাবেই হারিয়ে গেছে যে কিছুই ধারণা করা যাচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন