মাসুদ রানা ও কাজী আনোয়ার হোসেন

ঢাকা পোষ্ট অদিতি ফাল্গুনী প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২, ১৩:০২

মহারাজ, ভয়ে বলব না নির্ভয়ে বলব? অভয় দিলে বলতে পারি যে, আমার পরিবার, বাড়ির ছেলেমেয়েদের পাঠাভ্যাস তৈরির ক্ষেত্রে ছিল অত্যন্ত কঠোর, শুচিবায়ুগ্রস্ত ও ধ্রুপদি মেজাজের।


সরকারি চাকুরে বাবার আগ্রহ ছিল বাংলা ও ইংরেজি পত্র-পত্রিকার খানিকটা খেলার খবর ও মূলত, রাজনৈতিক খবর ও কলাম পাঠে অথবা বই পড়লেও নন-ফিকশন নানা রাজনৈতিক ইতিহাসের বই, মা’র ঝোঁক বঙ্কিম-বিভূতি-রবীন্দ্রনাথের উপন্যাস থেকে শুরু করে মহাশ্বেতা দেবী পড়তে পড়তে বিস্মিত মন্তব্য যে, এমন লেখা অনেক ‘পুরুষ’ লেখকেরাও লিখতে পারেন না। আর আমার পাঠরুচির বাকিটা অবশ্যই বয়সে আমার বেশ খানিকটা বড় ভাই-বোনদের হাতে নির্মিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও