নায়িকা শিমু হত্যাকাণ্ড যেন ভারতের ক্রাইম পেট্রলের কাহিনি
গত সোমবার দুপুরে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার করা চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ। সেটি দুই টুকরো করে দুটি বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল। এক বন্ধুকে সঙ্গে নিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটান স্বয়ং শিমুর স্বামী খন্দকার শাখাওয়াত আলিম নোবেল। এরপর তিনিই থানায় যান স্ত্রীর নিখোঁজ ডায়েরি করতে।
এ যেন হুবহু ভারতীয় ক্রাইম থ্রিলার ‘ক্রাইম পেট্রল’-এর কাহিনি! এই অনুষ্ঠানটির অনেক এপিসোডে ঠিক একই ধরনের হত্যাকাণ্ডের কাহিনি দেখা যায়, যেমনটা ঘটেছে বাংলাদেশি অভিনেত্রী শিমুর ক্ষেত্রে। ক্রাইম পেট্রলের বহু এপিসোডে দেখা গেছে, একজন লোককে তারই পরিবারের কোনো এক সদস্য বা সবাই মিলে খুন করে, পরে তারাই লাশ নিয়ে কান্নাকাটি করে, বা লাশ গুম করে থানায় যায় মিসিং ডায়েরি করতে।