![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632558382405.jpg&path=/uploads/news/2022/Jan/19/1642607358445.JPG&width=600&height=315&top=271)
সিজারের সময় প্রসূতির খাদ্যনালী কেটে ফেলল চিকিৎসক
যশোরে স্ক্যান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নাজমা খাতুন (৩০) নামে এক প্রসূতির সিজার করতে গিয়ে খাদ্যনালী কেটে ফেলেছেন ওই হাসপাতালের ব্যবস্থাপক ডা. মোছা. মাহফুজা মনির। এমন অবস্থায় ভুক্তভোগী নাজমা খাতুন বর্তমানে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। একই সঙ্গে মায়ের বুকের দুধের অভাবে মৃত্যুপাঞ্জা লড়ছে ১৫ দিন বয়সী নবজাতকও।
ভুক্তভোগী প্রসূতি নাজমা খাতুন মনিরামপুর উপজেলার সদর বাজার এলাকার ফরিদ আহমেদের স্ত্রী।