যুক্তরাজ্যে অধিকাংশ করোনা বিধিনিষেধ শিথিল হবে আগামী সপ্তাহে: জনসন
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ২১:৫৭
ইউরোপের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও প্রতিদিন হু হু করে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু; কিন্তু এর মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করেছেন, সামনের সপ্তাহ থেকেই অধিকাংশ করোনা বিধিনিষেধ শিথিল করা হবে ব্রিটেনে।
এসব বিধিনিষেধ শিথিল হলে বদ্ধ জায়গায় লোকজনকে আর মাস্ক পরতে হবে না, বাড়িতে থেকে কাজ করতে হবে না এবং নৈশক্লাব, পার্ক, যাদুঘর, সিনেমাহলের মতো জনসমাগমপূর্ণ জায়গায় টিকা সনদ প্রদর্শনেরও প্রয়োজন পড়বে না।