![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F01%2F19%2F16n_1.jpg%3Fitok%3DS7YajK2D)
ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম ‘নুসান্তারা’
ইন্দোনেশিয়া ঘোষণা করেছে, তাদের নতুন রাজধানীর নাম হবে ‘নুসান্তারা’। জাভানিজ ভাষার শব্দটির অর্থ দ্বীপপুঞ্জ। জাভা ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ। দেশটির পার্লামেন্ট জাকার্তা থেকে রাজধানী স্থানান্তরের বিল অনুমোদন করার পরিপ্রেক্ষিতে এ ঘোষণাটি এলো।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় জাকার্তা দ্রুত ডুবে যাচ্ছে। ১৩০০ কিলোমিটার (৮০০ মাইল) দূরে বোর্নিও দ্বীপে একটি নতুন রাজধানী গড়ে তোলার জন্য ২০১৯ সালে প্রথম প্রস্তাব করা হয়েছিল। খবর বিবিসির। তবে সমালোচকরা বলেছেন, নতুন নামটি বিভ্রান্তিকর হতে পারে। এ ছাড়া নতুন জায়গায় রাজধানী স্থানান্তরের পদক্ষেপটিও পরিবেশগত বিষয়গুলোকে বিবেচনায় রেখে নেওয়া হয়নি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নাম ঘোষণা
- রাজধানী