You have reached your daily news limit

Please log in to continue


গত সাত বছর ছিল বিশ্বের উষ্ণতম সময়

জাতিসংঘ বুধবার নিশ্চিত করেছে যে, বিশ্বের তাপমাত্রা গত সাত বছর রেকর্ড মাত্রায় উষ্ণ ছিল। লা নিনার শীতল প্রভাব থাকা সত্ত্বেও ২০২১ সাল এই উষ্ণতম বছরগুলোর মধ্যে রয়েছে। প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব দিকে পেরু উপকূলে সমুদ্রপৃষ্ঠের পানি স্বাভাবিক উষ্ণতার চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে গেলে যে শীতল সমুদ্র-স্রোত প্রবাহিত হয় তাকে 'লা নিনা' বলে। সারা বিশ্বের আবহাওয়ার ওপর এটি প্রভাব ফেলে।

এর ঠিক বিপরীত অবস্থাকে বলে 'এল নিনো'। প্রতি তিন থেকে সাত বছর পরপর মহাসাগর-বায়ুমণ্ডলীয় এ চক্রের পুনরাবৃত্তি ঘটে। লা নিনা ২০২০ সাল থেকে দুবার আঘাত করেছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এক বিবৃতিতে বলেছে, ২০১৫ সাল থেকে ২০২১ এই সাত বছর ছিল বিশ্বের উষ্ণতম বছর। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন