কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


যেভাবে মাসুদ রানার স্রষ্টা ও সেবা প্রকাশনীর উত্থান

থ্রিলার বা রোমাঞ্চ সাহিত্যকে কেউ বলে সস্তা বা লঘু, কেউ আবার অকিঞ্চিৎকর। মূলধারার সাহিত্যে একে ঠাঁই দিতে নারাজ অনেকেই। কিন্তু সেই থ্রিলার লিখেই বাংলার পাঠকমনে চিরতরে জায়গা করে নিয়েছেন একজন ব্যক্তি। 

শুধু তা-ই নয়, তাঁর পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনায়, তাঁরই নিজ হাতে গড়ে তোলা প্রকাশনীর ব্যানারে, থ্রিলার ঘরানাতেই একের পর এক বই লিখে হাত পাকিয়েছেন আরও অসংখ্য গুণী লেখক। ফলে একসময় এদেশে নিছকই কচি চারাগাছের মতো মাটি ভেদ করে উঁকিমারা থ্রিলার সাহিত্য পরিণত হয়েছে মহীরুহে, মাথা তুলে দাঁড়িয়েছে আকাশচুম্বী উচ্চতায়। জনপ্রিয়তাই বলুন কিংবা পাঠকের ভালোবাসা, তাতে ছাপিয়ে গেছে সাহিত্যের আর সব শাখা-উপশাখাকে।

বুদ্ধিমান পাঠকমাত্রই ইতোমধ্যে বুঝে ফেলেছেন, বাংলা ভাষায় থ্রিলার সাহিত্যের যে প্রবাদপুরুষের কথা বলছি, তাঁর নাম কাজী আনোয়ার হোসেন; সবার প্রিয় কাজীদা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন