কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জনগণের সঙ্গে সংযোগ বাড়াতে হবে

কালের কণ্ঠ আবদুল গাফফার চৌধুরী প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ১৯:০৬

দেশে করোনাভাইরাস সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। সংক্রমণ ঠেকাতে স্বাভাবিকভাবেই সরকার উন্মুক্ত স্থানে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার পেছনেও রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৩ জানুয়ারি থেকে কয়েকটি বিধি-নিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উন্মুক্ত স্থানে কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং রাজনৈতিক সভা-সমাবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


এ সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ তুলেছেন, বিএনপির সভা-সমিতি বন্ধ করার জন্যই সরকার বিধি-নিষেধ আরোপ করেছে। দেশে করোনার দৈনিক সংক্রমণ ৯ শতাংশ ছাড়িয়েছে। এ সময় সরকার নিশ্চুপ থাকতে পারে না। কিন্তু তার মধ্যেও বিএনপি রাজনৈতিক উদ্দেশ্য আবিষ্কার করেছে। এই বক্তব্য দেওয়ার পরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। প্রার্থনা করি তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও