![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252F511fdb80-d1a0-45c6-aae5-c86aafae9a09%252FAnnette_Plaut.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
উচ্চ স্বরে কথা বলায় চাকরি গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকের
প্রথম আলো
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ১৮:১৬
উচ্চ স্বরে কথা বলায় সম্প্রতি বরখাস্ত হন যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। অন্যায্য কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে দাবি করে তিনি বিচার চান।
বিচারে ওই শিক্ষকের জয় হয়েছে। একই সঙ্গে এক লাখ পাউন্ড দেওয়া হয়েছে তাঁকে। আজ বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি।